স্কুলের নামঃ- হাতিয়া ইউনিয়ন মডেল পাইলট উচ্চ বিদ্যালয়।
ঠিকানাঃ- গামছাখালী, পোষ্টঃ মফিজিয়া, হাতিয়া,নোয়াখালী।
প্রতিষ্ঠার সনঃ ০১/০১/১৯১২ ইং
অবস্থানঃ- উপজেলা সদর থেকে ৫কি.মি উত্তরে ডি.সি রোডের পাশে।
অনুমতি ও স্বীকৃতিঃ- ০১/০১/১৯১৪ ইং হইতে প্রদান করা হয়।
কম্পিউটার কোর্সের অনুমতিঃ ০১/০১/১৯১৪ ইং হইতে,,,,,,৷
MPO ভূক্তিঃ- ৩০-০৬-১৯৮৪ সাল।
ম্যানেজিং কমিটিঃ- ১৩ জন।
বর্তমান সভাপতিঃ- আলহাজ্ব মো : আলাউদ্দিন আজাদ
শিক্ষক সংখ্যাঃ- ২০ জন।
কর্মচারীর সংখ্যাঃ- ৩য় শ্রেণী- ১ জন।
৪র্থ শ্রেণীঃ- ৩ জন।
সহকারী গ্রন্থাগারিকঃ ১ জন।
ছাত্র-ছাত্রীর সংখ্যাঃ- ছাত্র- ৪০১ জন।
ছাত্রী- ৩০৬ জন।
সর্বমোট= ৭০৯ জন।
জমির পরিমানঃ- ১.৯৮ একর।
ভবন সংখ্যাঃ- সেমিপাকা- ০৫ টি, পাকা -০২ টি,
কক্ষ সংখ্যাঃ ২২টি
শৌচাগারের সংখ্যাঃ- পাকা টুইন ল্যাট্রিন ০২টি
খাবার পানির ব্যাবস্থাঃ- গভীর নলকূপ- ০২ টি
আসবাব পত্রঃ- ল্যাপটপঃ ০১টি
জোড়া বেঞ্চ সংখ্যাঃ ১৮০ টি
চেয়ারের সংখ্যাঃ ৫৫ টি
টেবিলের সংখ্যাঃ ২০ টি
ব্লাকবোর্ডের সংখ্যাঃ ১৮টি
আলমারির সংখ্যাঃ ১২ টি
বই রাখার তাক সংখ্যাঃ ০৩ টি
স্কুলটি বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রনালয়ের বিধি মোতাবেক বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধিনে প্রদত্ত নীতিমালা অনুসরণ করে পরিচালিত হচ্ছে।